Logo
×

Follow Us

জেলার খবর

আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা। ছবি: আশুলিয়া প্রতিনিধি

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, সমবায়ের হিসাব সোজা দশের লাঠি একের বোঝা, কুটির শিল্প ক্ষুদ্র কাজ সব কিছুতে বিদ্যুৎ আজ, সমিতির কাজে যাব এগিয়ে সাহায্যের হাত দেব বাড়িয়ে, পল্লী বিদ্যুতের অঙ্গিকার থাকবে না আর অন্ধকার, এসব স্লোগানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন আশুলিয়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সভায় সভাপতিত্ব করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি মো. রেফাত উল্লাহ। 

উক্ত সভায় বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধের নানা দিক নিয়ে আলোচনা ও গ্রাহকদের অভিযোগ এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়।

এসভায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সঠিক সময়ে বিল পরিশোধ করায় পুরস্কার প্রদান ও রেজিস্ট্রেশন করা গ্রাহকদের মাঝে লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজলি ক্যাবল, বিআরবি ক্যাবল ও বিবিএস ক্যাবলের সৌজন্যে ৯জন গ্রাহকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫