Logo
×

Follow Us

জেলার খবর

কৃষকের এক বিঘা জমির পান বরজ পুড়ে ছাই

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:২০

কৃষকের এক বিঘা জমির পান বরজ পুড়ে ছাই

প্রায় ১ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ রায়গ্রাম এলাকায় আব্দুল মজিদ নামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়েছে। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৫টার দিকে খোর্দ্দরায়গ্রাম এলাকায় আব্দুল মজিদের পানের বরজে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পাশে নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালায় এলাকাবাসী। কিন্তু আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মজিদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সাথে সাথে জমিতে এসে দেখতে পান ১ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। এরমধ্যে আব্দুল মজিদ নামে এক কৃষকের ১ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের বরজগুলো রক্ষা করতে সক্ষম হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫