Logo
×

Follow Us

জেলার খবর

কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা দিয়ে বের হয় ধোঁয়া

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ২০:২১

কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা দিয়ে বের হয় ধোঁয়া

চকগাজীপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকগাজীপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী। কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা থেকে অনবরত ধোঁয়া বের হয়। তাই এলাকাবাসী তার নাম দিয়েছেন ধোঁয়া মানব।

গোলাম রাব্বানী জানান, গত ৭ থেকে ৮ বছর ধরে পান খাওয়ার পর তার মাথা থেকে ধোঁয়া বের হয়। এমন কাণ্ড দেখতে অনেকেই ভিড় জমান। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এলাকায় ধোঁয়া মানব হিসেবে পরিচিতি পেয়েছেন রাব্বানী। নাটক-সিনেমার আজগুবি দৃশ্য এখন বাস্তবেও ধরা দিচ্ছে। যা দেখতে ভিড় জমান অনেকে। রাব্বানীও হাসিমুখে তাদের আবদার মেটান।

এ নিয়ে রাব্বানীর স্ত্রী তানিয়া খাতুন জানান, পান খাওয়ার পর মাথা দিয়ে ধোঁয়া বের হলেও কখনো অসুস্থ হয়ে পড়েননি তার স্বামী। তাই বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছেও যাননি তারা।

জেলার সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলছেন, কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ার পর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া ঘাম বের হওয়া স্বাভাবিক। তবে মাথা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণ পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫