Logo
×

Follow Us

জেলার খবর

ভেনিস আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন

Icon

ইতালি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৪২

ভেনিস আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন

ভেনিস আওয়ামী লীগের কমিটি। ছবি: ইতালি প্রতিনিধি

বিশ্ব পর্যটন নগরী ভেনিসে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

গত শনিবার (২৯ জানুয়ারি) ভেনিস আওয়ামী লীগের আয়োজনে ইতালি যুবলীগ ভেনিস শাখার সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ ও মোক্তার মোল্লা।

রফিকুল ইসলাম ছৈয়ালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জি.এম কিবরিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান ও ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ  জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি, আবদুল রব ফকির, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, সাধারণ সম্পাদক এনায়েত করিম। 

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার সালাউদ্দিন নান্নু, মজনু দেওয়ান, তাজুল ইসলাম, কাজী রোনাক, জাহাঙ্গীর সরকার, আজাদ খান, সোলাইমান হোসেন, ডালিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মুরাদ ডালি, সজীব মুন্সি, ফয়সাল আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রভিন্সের নেতারা।

গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভেনিস আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালিকে আহবায়ক ও ভেনিস আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫