ভূমি প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১

ফারজানা হক। ছবি: রাজশাহী প্রতিনিধি
জমি দখল, একই জমি বিভিন্ন জনের নিকট বায়না চক্রের মূলহোতাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) মধ্য রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে রাজপাড়া থানা পুলিশ।
আটকরা হলেন, নগরীর লক্ষীপুর এলাকার রেজাউল ইসলামের স্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ফারজানা হক (৪৬), একই এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৫৩) ও উপশহর এলাকার মৃত আব্দুল হাফিজ খানের ছেলে তোফায়েল (৫৪)।
জানা গেছে, এই প্রতারক চক্রের বড় একটি সিন্ডিকেট একই জমি বিভিন্নজনের কাছে বায়না করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের মূলহোতা ফারজানা। তার সাথে আরো একাধিক প্রতারক এই কাজের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করবেন প্রশাসন, এমনটাই বলছে পুলিশ।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, পবা উপজেলার আলীগঞ্জ মৌজার ওই জমিটির পরিমাণ ০.১৬২৯ একর। জমি কয়েকজন ব্যক্তির নিকট বায়না করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী আব্দুল খালেক বাদি হয়ে থানায় মামলা করেন।
আব্দুল খালেকের মতোই প্রতারিত হয়েছেন মোল্লাপাড়া এলাকার সাজ্জাদ বাদশা, বহরমপুর এলাকার শফিকুল ইসলাম, আলীগঞ্জের আব্দুল গাফফার, দামকুড়া হাট এলাকার শরিফুল ইসলাম।
সূত্র মতে, অভিযুক্ত ফারজানা গত বছরের ২৩ জুন বায়না দলিলের মাধ্যমে ১০ লাখ টাকায় প্রথম বায়না করেন সাজ্জাদের সাথে। এর দুই মাসের মাথায় ১৭ আগস্ট আগের বায়না বাতিল না করেই ৩৭ লাখ টাকায় দ্বিতীয় বায়না করেন শফিকুলের সাথে। এদিকে দ্বিতীয় বায়নার ৪ মাস না যেতেই ২৯ ডিসেম্বর ওই নারী আবারো গোপনে ৪৫ লাখ টাকা নিয়ে তৃতীয় বায়না করেন আব্দুল খালেকের সাথে।
এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমানকে একাধিকবার ফোন দিলেও, তিনি ফোন রিসিভ করেননি। ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।