Logo
×

Follow Us

জেলার খবর

পথশিশুদের মাঝে গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাবার বিতরণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪

পথশিশুদের মাঝে গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাবার বিতরণ

পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছে গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সামাজসেবী সংগঠন গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গত ১৬ জানুয়ারি কক্সবাজারের পঞ্চাশ জন পথশিশুদের সংগঠনটির পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির অ্যাডমিন আশরাফুল ইসলাম রিশাদ, অ্যাডমিন জাহাঙ্গীর আলম জ্যাকসহ কক্সবাজার ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়াও গ্রীণ ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন, উপদেষ্টা আক্তার আজিম বাদশা, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্য।

উল্লেখ্য, ২০১৫ সালে একঝাঁক তরুণ একত্রিত হয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। ‘হাতে হাত ধরি, সুন্দর দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বর্তমানে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫