ডিসি উদ্যান চত্বরে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ছবি: শেরপুর প্রতিনিধি
শেরপুরে তিনদিন ব্যাপী কৃষি ঋণ মেলা শুরু হয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যান চত্বরে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংকের যুগ্ম আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপ পরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে পাঁচজন ঋণ গ্রহিতাকে বিভিন্ন অংকের ঋণের চেক বিতরণ করা হয়।
তিনদিন ব্যাপী এ মেলায় ২৪টি সরকারি ও বেসরকারি ব্যাংকের স্টল প্রদর্শন করা হয়েছে।
