Logo
×

Follow Us

জেলার খবর

ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৪

ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন রয়েছে। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সিংড়া উপজেলার কলম পুন্ডুরীর নজরপুর গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) ও কাঁচু আলী (৫০)।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, সোমবার সকালে সিংড়া পুন্ডুরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এসময় নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলীর মৃত্যু হয়।

এসময় চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় দুইজনের অবস্থা অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী ও কাঁচু আলীর মৃত্যু হয়।

ওসি আরো বলেন, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫