Logo
×

Follow Us

জেলার খবর

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫১

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, ছড়াচ্ছে দুর্গন্ধ

ইরাবতী ডলফিন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার সফিরবিল এলাকায় একটি মৃত ইরাবতী ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। 

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একদল বিজ্ঞানী। 

স্থানীয়রা জানান, গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে এবং সেই থেকে ডলফিনটি সফিরবিল সৈকতে পড়ে রয়েছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নেই। 

বিজ্ঞানীদের ধারণা, বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটি মারা গিয়ে উপকূলে ভেসে আসে। 

মৃত ডলফিনটি ইরাবতী ডলফিন বলে জানিয়ে হায়দার বলেন, লেজ ব্যতীত ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুট এবং ব্যাস পাঁচ ফুট দুই ইন্সি। 

তিনি জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এটিকে দ্রুত মাটি চাপা দিতে বনবিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

সম্প্রতি ইরাবতী ডলফিনের ১০ থেকে ১৫টির একটি দলকে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিল কিনা তা পরিষ্কার নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫