Logo
×

Follow Us

জেলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ১৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে ভোর ৫টার দিকে নদীতে নৌযান চলাচলের জন্য রাখা মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখ কর্তৃপক্ষ। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে বরকত, মাধবীলতা, বনলতা, চন্দ্রমল্লিকা, ফরিদপুর নামে ৫টি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা বেশি হলে ফেরির চালকরা নদীতে নৌ চ্যানেল দেখতে পারে না। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি বন্ধ রাখা হয়। ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু পারের অপেক্ষায় যানবাহন রয়েছে। পর্যাপ্ত ফেরি থাকার কারণে দ্রুতই পার হয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫