Logo
×

Follow Us

জেলার খবর

পুকুর থেকে মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪

পুকুর থেকে মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিনা অনুমতিতে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ইলিয়াস হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইলিয়াস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শহীদ নগর গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী জানান, এখন থেকে যে কোনো জমির মাটি কাটতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এমন কী কোনো জলাশয় পুনঃখনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫