
কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান। ছবি: নাটোর প্রতিনিধি
নাটোরে নলডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এ মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রোজিনা আক্তার।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. কিশোয়ার হোসেন, নলডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রঈস উদ্দিন রুবেল প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।