গাইবান্ধায় ১৬ মহিষসহ চোর চক্রের সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০

উদ্ধারকৃত চোরাই মহিষ। ছবি: গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপমাড়া ইউনিয়নে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকা থেকে ১৬টি চোরাই মহিষসহ আন্তজেলা চোর চক্রের সদস্য আলতাফকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের খাটিয়ামাড়ি চরের ভজনডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে মহিষগুলো চুরি করে নিয়ে আসে আন্ত জেলা চোর চক্রের একটি দল। পরে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মহিষের মালিক ওই এলাকার লোকজনসহ খোঁজাখুঁজির এক পর্যায়ে মহিষের পায়ের ছাপ দেখে বাগদাফার্ম এলাকায় এসে মহিষ শনাক্ত করে পুলিশি সহায়তায় চোরসহ মহিষগুলি আটক করেন।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ৪/৫ জন চোর মহিষগুলো দলবেঁধে নদী পাড় করে সাহেবগঞ্জ বাজারের মধ্যে দিয়ে নিয়ে গেলে তখন স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এর মধ্যেই মহিষের মালিক চলে আসে, ফলে চোর ও মহিষকে শনাক্ত করা সহজ হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, ইন্সপেক্টর তদন্ত আ. আজিজ, এসআই আকতার, এএসআই আশরাফুল ইসলাম।
এ বিষয়ে ফুলছড়ি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।