Logo
×

Follow Us

জেলার খবর

মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে বাবার মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০

মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে বাবার মৃত্যু

বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে বাবা মতিউর রহমান হাওলাদারকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আলাউদ্দিন হালাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মতিউর শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে শরণখোলা থানা-পুলিশ জানায়, সকালে বাবার কাছে টাকা চান আলাউদ্দিন। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এক পর্যায়ে রান্নাঘর থেকে শিলপাটা এনে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মতিউর মারা যান। খবর পেয়ে স্থানীয়রা এসে আলাউদ্দিন বেঁধে রেখে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নিহতের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫