Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২

গাইবান্ধায় অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় রাজু মিয়া (২০) নামের এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নম্বর ব্রিজের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দুর) ছেলে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনদের রবাত দিয়ে তিনি জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরে মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে রাম প্রসাদ এলাকার রেল লাইনে ব্রিজের পাশে রাজুর গলা কাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি হত্যাকারিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫