Logo
×

Follow Us

জেলার খবর

অবশেষে ঢাকার পথে লালমনি এক্সপ্রেস

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৮

অবশেষে ঢাকার পথে লালমনি এক্সপ্রেস

বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ছবি: প্রতিনিধি

নাটোরের আজিমনগর স্টেশনে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ঠিক হয়েছে। এর ফলে প্রায় দুই ঘণ্টা পর লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনটির যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন ঠিক হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আব্দুলপুরের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বলেন, সাড়ে চারটার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি ঠিক করা হলে সাড়ে ছয়টার পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫