Logo
×

Follow Us

জেলার খবর

উপাচার্যের অডিও ফাঁস, ফের দুই দপ্তরের নিয়োগ বোর্ড স্থগিত

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

উপাচার্যের অডিও ফাঁস, ফের দুই দপ্তরের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ নির্বাচনী বোর্ডসহ ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের জব টেস্ট অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় জানানো হবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৬টি নিয়োগ নির্বাচনী বোর্ড বন্ধ করেছে কর্তৃপক্ষ। গত ১৯ ফেব্রুয়ারি অনিবার্য কারণে ২০ ও ২২ ফেব্রুয়ারির মেডিকেল অফিসার পদের বোর্ড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের বোর্ড, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে।

এদিকে গত এক সপ্তাহে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বোর্ড সংক্রান্ত অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে গত তিন দিন ধরে বিক্ষোভ করে আসছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫