Logo
×

Follow Us

জেলার খবর

বুড়িগঙ্গা-তিস্তা নদীর খনন কাজের উদ্বোধন

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২

বুড়িগঙ্গা-তিস্তা নদীর খনন কাজের উদ্বোধন

পুনঃখনন কাজের উদ্বোধন। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বুড়িগঙ্গা তিস্তা নদীর জলধারা পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়িগঙ্গা তিস্তা ব্যারেজ থেকে এই নদীর খনন কাজ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। 

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠানের কামরুজ্জামান কামরুল ও গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি আফতাব উদ্দিন সরকার বলেন, ৬৪টি জেলায় অভ্যন্তরীন ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের অধীনে ১ হাজার ২০০ একর জমির মধ্যে ৫০০ একর জমি ক্যাট প্রকল্পের আওতায় বুড়ি তিস্তা নদী খননে দৈর্ঘ্য ৪.৫০ কি.মি. ও প্রস্থ ২.৫০ কি.মি. এবং ব্যারেজে খনন ৬ হেক্টরের মধ্যে ১ লাখ ৪ হাজার কৃষি জমি ৯ ফিট গভীরতায় প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দে কাজ উদ্বোধন করা হচ্ছে। এতে কৃষক সহজে পানি পাবে ও মাছ চাষ হবে।

নীলফামারীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন, ৬০ শতকে তৎকালীন সরকার বুড়ি তিস্তা নদীর সেচ প্রকল্পটি তিস্তা ব্যারেজ প্রকল্পের মডেল হিসাবে গ্রহণ করে। বুড়ি তিস্তা নদীতে ব্যারেজ নির্মান করে পানির সমতা বৃদ্ধি করে। প্রধান খাল ও শাখা খাল সমূহের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। প্রতিটি সেচ মৌসুমে প্রকল্প এলাকার সম্পূরক সেচ প্রধানের উদ্দেশ্যে প্রকল্পটি গৃহীত হয়েছিল। ১৯৬৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রকল্পটি চলমান ছিল। পরে বিভিন্ন কারণে প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকায় পলি জমে জলধারাটির তলদেশ ভরাট হওয়ায় জলধারাটির পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে প্রকল্পটি চালু করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ গ্রহণ করে।

তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচের পাশাপাশি পরিবেশের উন্নয়ন হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫