Logo
×

Follow Us

জেলার খবর

ছুরিকাঘাতে যুবক খুন

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭

ছুরিকাঘাতে যুবক খুন

ইযারুল রাব্বী। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা শহরের বনরূপায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইযারুল রাব্বী (২৮) নামে এক যুবক খুন হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইযারুল বাসা থেকে বের হলে সে আর বাসায় ফেরেনি। ভোরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এদিকে, রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ভোর ৫টার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, কারো সঙ্গে বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫