ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২০

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। এতে জেলা ও ছয় উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনাল হয়ে আরাপপুর গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এতে কেন্দ্রীয় বিএনপি নেতা আসাদুজ্জামান, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি ও বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।