Logo
×

Follow Us

জেলার খবর

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. গোলাম আকবর (২৫) নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি তদন্ত মো. শাহজাহান জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর (২৫)। এতে তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। এছাড়াও শরীরের স্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছে।

আহত যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫