Logo
×

Follow Us

জেলার খবর

পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮

পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশ সদস্য আহত। ছবি: ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পদযাত্রা কর্মসূচিতে দায়িত্ব পালনকালে সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপরে হামলার অভিযোগে পুলিশ বাদি হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করেছে। এই মামলায় এখন পর্যন্ত ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ মোদক বাদি হয়ে এই মামলা দায়ের করেন। এতে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আব্দুর রহিমসহ নাম ধারী ৩৮ এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানাগেছে, শনিবার ঝালকাঠিতে পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের ওপরে অতর্কিত ভাবে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এতে ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এঘটনায় সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপরে হামলা করে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার মামলার তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫