Logo
×

Follow Us

জেলার খবর

খাগড়াছড়িতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চালকের

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২

খাগড়াছড়িতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চালকের

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পাথর বোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনায় ট্রাকের চালক মারা গেলেও বড় ধরনের হতাহত থেকে রক্ষা পেয়েছে বাসের যাত্রীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫