প্যারাবনে ইয়াবা-বিয়ার ফেলে রেখে পালালো পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩

১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্যারাবনের মধ্যে দুই জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় সাদা রঙের একটি বস্তা থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ১১৯ ক্যান বিয়ার জব্দ করে। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে উক্ত ইয়াবা ও বিয়ারের ক্যানসমূহ লুকিয়ে রাখা হয়েছিল।