Logo
×

Follow Us

জেলার খবর

ধানক্ষেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১৪:৫১

ধানক্ষেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ

প্রতীকী ছবি

ময়মনসিংহের সদরে ধানক্ষেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার ধানক্ষেত থেকে মৌসুমী আক্তার (২৫) নামে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

মৌসুমী জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন হাসান নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহত মৌসুমীর সাথে তার স্বামী সুজন হাসানের পারিবারিক বিরোধ চলে আসছিল। এসব কারণে মৌসুমী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখোঁজি করেও মৌসুমীর কোন সন্ধান মেলেনি। 

এরপর বুধবার সকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকার গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এদিকে, মৌসুমীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৌসুমীর পরিচয় নিশ্চিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ভিক্টিমকে হত্যার পর এখানে এনে ফেলে রেখে গেছে। তবে, কিভাবে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫