Logo
×

Follow Us

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে তরুণ-তরুণীর মৃত্যু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১৭:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে তরুণ-তরুণীর মৃত্যু

নৌকা ডুবির ঘটনায় তিতাস নদীর পাড়ে মানুষের ভিড়। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রিজের পিলারের সাথে সংঘর্ষে নৌকা ডুবে এক তরুণ (২২) ও তরুণীর (১৭) মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শিতারামপুরে তিতাস নদীতে এই ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার নিশ্চিত করেছেন। তিনি জানান, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, নৌকা ডুবির পর মাঝিসহ সবাই পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫