Logo
×

Follow Us

জেলার খবর

দেবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষকের অপসারণ দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১৮:৫২

দেবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষকের অপসারণ দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি

দেবীগঞ্জ পৌরসভা কার্যালয়। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম হাসনায়েনের অপসারণের দাবিতে একজোট হয়েছেন কাউন্সিলররা।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দাবি বাস্তবায়নের জন্য পৌরসভার ১২ জন কাউন্সিলর স্বাক্ষরিত একটি আবেদন মেয়র আবু বকর সিদ্দীকের কাছে জমা দেন। একই সাথে হিসাবরক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন কাউন্সিলররা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ অফিস থেকে অনিয়মিত ও মাসিক মিটিং আহ্বান করা হয় না। ৩-৪ মাস পরপর পিয়ন দ্বারা রেজুলেশন খাতা প্রেরণ করে কাউন্সিলরদের কাছ থেকে একসাথে কয়েক মাসের মিটিংয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়া হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নিয়মিত মিটিং অনুষ্ঠিত না হওয়ায় পৌরসভার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। মাসিক মিটিংয়ের রেজুলেশন ও পৌরসভার আয়-ব্যয়ের হিসাব চাইতে গেলে হিসাবরক্ষক কাউন্সিলরদের সাথে খারাপ আচরণ করেন। 

আবেদনে কাউন্সিলররা উল্লেখ করেন, সম্প্রতি পৌরসভার হাট-বাজারের যে দরপত্র আহ্বান করা হয় সে সম্পর্কেও তারা অবগত নন।

এই বিষয়ে জানতে বেশ কয়েকজন কাউন্সিলরদের মুঠোফোনে কল দিলেও তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

পৌর মেয়র আবু বকর সিদ্দীক লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউন্সিলরদের সাথে হিসাবরক্ষকের কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। আমি রাতে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

উল্লেখ্য, গোলাম হাছনায়েন ২০১৫ সালের ডিসেম্বরে দেবীগঞ্জ পৌরসভায় হিসাবরক্ষক পদে যোগ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫