Logo
×

Follow Us

জেলার খবর

মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১৪:৩৯

মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ভাষা সৈনিক মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের ফ্যামিলি ডে অনুষ্ঠান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে ভাষা সৈনিক মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১ মার্চ) ঝিনাইদহ সদরের মুসা মিয়া গার্ডেনে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চলা এ ফ্যামিলি ডেতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। আরও উপস্থিত ছিলেন- ডা. রেজা সেকান্দার, আমেনা খাতুন ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা মুর্শিদা প্রমুখ।

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের অন্যতম বিশেষ প্রতিষ্ঠান মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। তারা যে পরিবার বা সমাজের বোঝা না, তা তারা প্রমাণ করছেন প্রতিনিয়ত।

তিনি আরও জানান, ২০১১ সালে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে ১০৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। ৩০ জন শিক্ষক ও কর্মকর্তারা নিয়মিত তাদের দেখভাল করছেন। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পরিকল্পনা বর্তমানে বিদ্যালয়টি অনাবাসিক হলেও ভবিষ্যতে আবাসিক করা হবে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উন্নত ও আধুনিক শিক্ষাগ্রহণের জন্য তিনি এ বছরেই প্রায় দেড় কোটি টাকার শিক্ষা উপকরণ প্রদান করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫