Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড়ে থানায় আটকে রেখে আসামিকে নির্যাতনের অভিযোগ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১৬:১৫

পঞ্চগড়ে থানায় আটকে রেখে আসামিকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগীর পরিবার। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

আসামিকে গ্রেপ্তারের পর দ্রুত আদালতে সোপর্দ না করে থানা হেফাজতে আটকে রেখে বেধড়ক মারধর এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে পঞ্চগড় রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন রওশন আরা বেগম নামে এক বৃদ্ধা।

এসময় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি থানা হেফাজতে নির্যাতনের শিকার এক নারী আসামির মা।

লিখিত বক্তব্যে ওই বৃদ্ধা জানান, হয়রানিমূলক মিথ্যা মামলায় আটক দেখিয়ে তার মেয়ে সেলিনা বেগমসহ আরো ৮ জনকে থানা হেফাজতে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে পুলিশ। আটকের ২৪ ঘণ্টা পর তাদেরকে আদালতে তোলে। এই দীর্ঘ সময় থানায় অনাহারে রাখা হয় তাদের। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের কাছে পুলিশ অনৈতিক সুবিধা পেয়ে এমন অমানবিক কাজে উৎসাহী হয়েছে দাবি তার।

তিনি জানান, উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমতদাপ গ্রামে তার মেয়ে সেলিনা বেগমের বাড়ি। গত ২৮ ফেব্রুয়ারি আটোয়ারী থানার দুইজন পুলিশ সদস্য সিভিল পোশাকে সেলিনা বেগমদের বাড়িতে যায় এবং তার দেবর সহিদুল ইসলামকে আটক করে। এসময় বাড়ির লোকজন সিভিল পোশাকের ব্যক্তিদের পরিচয় এবং আটকের কারণ জানতে চান। তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ সদস্যরা মারমুখী আচরণ শুরু করে এবং সেলিনা বেগমকে লাথি মারে। এ অবস্থায় ওই দুইজনের সঙ্গে ধস্তাধস্তি হয় পরিবারের লোকদের। পরে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে সবাইকে বেধড়ক মারধর করে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় মোট ৮ জনকে আটক করে পুলিশ।

বৃদ্ধা রওশন আরা বেগম বলেন, সম্প্রতি জমি সংক্রান্ত কারণে আমার মেয়ে সেলিনা বেগমের পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয় একই এলাকার পজির উদ্দীন এবং ফয়জুল ইসলামের সঙ্গে। এই বিরোধকে কেন্দ্র করে পুলিশ অনৈতিক সুবিধা পেয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সদস্যদের মারপিট ও আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫