Logo
×

Follow Us

জেলার খবর

স্কুলছাত্রী ও মাকে পিটিয়ে জখম: সড়ক অবরোধ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ২০:০৬

স্কুলছাত্রী ও মাকে পিটিয়ে জখম: সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিদ্যালয়ে যাতায়াতের পথে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে (১৫) পিটিয়ে জখম করেছে বখাটেরা। এসময় মেয়েকে উদ্ধার করতে গেলে তার অন্তঃসত্ত্বা মাকেও (৩৫) পিটিয়ে আহত করে তারা।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী জামালপুর সদর উপজেলার রহিমা-কাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। তিনি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পোড়া বাড়ি গ্রামের আল-আমিনের মেয়ে। অপর আহত হলেন ওই শিক্ষার্থীর মা পলি বেগম। তাদের গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীর মা পলি বেগম বলেন, একই গ্রামের বখাটে নজরুল ও শামীমের পরিবারের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে বখাটেরা তার মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে রওনা দিলে পথিমধ্যে নজরুল ও শামীম তার সাথে বাজে আচরণ করে। শিক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। তার ডাক-চিৎকারে উদ্ধার করতে গেলে তার অন্তঃসত্ত্বা মাকেও বেদম মারধর করে।

রহিমা-কাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল করিম বলেন, তার বিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বৃহস্পতিবার দুপুরে তিতপল্লা-ভাটারা সড়ক অবরোধ করে বখাটে নজরুল ও শামীমসহ হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতিতা শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে বিকেলে নজরুল, শামীম ও আশরাফ নামে তিনজনকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫