
র্যাবের হাতে গ্রেপ্তার মো. মজনু। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত মো. মজনুকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মো. মজনু মিয়া (৪২) টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দ যোগনী গ্রামের আয়নাল হকের ছেলে।
আজ শুক্রবার (৩ মার্চ) ভোর রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজনুর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ একটি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-৩, সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪ সিপিসি-৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকা থেকে সন্ত্রাসী মো. মজনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজনু এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী নাশকতা, খুন, অপহরণ, ধর্ষণসহ নানাবিধ অপরাধে জড়িত ছিলেন।