Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১৯:১২

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত সিজান হোসেন। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সিজান হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বামিহাল কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

এ নিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সিজার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বামিহাল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গরুবাহী নছিমনের সাথে সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিজান। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মৃত্যু হয় তার। এরই মধ্যে ঘাতক নছিমনটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫