Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুরে মামলা করায় ১০ হাজার গাছ কাটার অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১৭:০৮

লক্ষ্মীপুরে মামলা করায় ১০ হাজার গাছ কাটার অভিযোগ

প্রজেক্টের ১০ হাজার গাছ কাটার অভিযোগ। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আদালতে মামলা করায় জাহিদুল ইসলাম জুয়েল নামে এক কৃষকের প্রজেক্টের ১০ হাজার গাছ কাটার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।

আজ রবিবার (৫ মার্চ) ভোররাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম জুয়েল ভোলাকোট ইউনিয়নের সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ও অভিযুক্ত আরিফ একই গ্রামের ওবায়দুল হকের ছেলে ও ওই ইউনিয়নের তথ্য উদ্যোক্তা।

ক্ষতিগ্রস্ত কৃষক জুয়েল জানায়, আরিফের সাথে সম্পত্তি নিয়ে তার বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার জুয়েলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিফকে আসামি করে পাঁচজনের নামে মামলা করেন। এর পর আরিফ ক্ষিপ্ত হয়ে মামলার বাকি আসামি মোহন, ফরিদ, কাদের, নিজাম উদ্দিন মানিকসহ ১০/১৫ জনকে সাথে নিয়ে প্রকাশ্যে বিকেলে ঘোষণা দিয়ে রাতের আধারে কৃষি প্রজেক্টের কলাগাছ, লেবু, কমলা, পেঁপে, বেগুনসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা কেটে ফেলেন। এর আগেও আরিফ তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত তথ্য উদ্যোক্তা মো. আরিফ হোসেন জানান, গত তিনদিন থেকে তিনি ঢাকায় আছেন। তিনি গাছ কাটার বিষয়ে নিজের সম্পৃক্ততা নেই দাবি করে বলেন, জুয়েল যে ১৬ একর সম্পত্তিতে গাছগুলো লাগিয়েছে সে জায়গার মালিক ৩২ জন। জুয়েলের অন্য শেয়ার হোল্ডাররা হয়তো কাটতে পারে বলে ধারণা করছেন তিনি।

কৃষক জাহিদুল ইসলাম জানান, বেশ কয়েক বছর থেকে ব্যাংক থেকে লোন নিয়ে ধার কর্জ করে এ স্বপ্নের প্রজেক্ট দাঁড় করিয়েছি। আরিফ সন্ত্রাসী বাহিনী নিয়ে এক রাতেই আমার ১৬ একর সাজানো প্রজেক্টের ১০ হাজার গাছ কেটে দিয়ে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ব্যবসায়িক কারণে তিনি ঢাকায় থাকায় এ বিষয়ে কিছুই জানেন না।

রামগঞ্জ থানা ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এমন বর্বর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫