Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ২১:২৯

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতীকী ছবি

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় আয়মনা বেগম (৭০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৫ মার্চ) বিকালে বারহাট্টার অভিযাত্রী এলাকায় ইটখলা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। আয়মনা বেগম বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সফরবাংলা গ্রামের ইছব আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি বারহাট্টার উপজেলার অভিযাত্রী এলাকায় ইটখলা পৌঁছালে আয়মনা বেগমকে ধাক্কা দিলে তিনি ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। আয়মনা বেগম অসাবধানতা বশত রেললাইন পারাপারের কারণেই ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তিনি বাবার বাড়িতে বসবাস করতেন। 

স্থানীয়রা আরো জানান, দুর্ঘটনায় মৃত আয়মনা বেগমের আত্মীয়-স্বজনরা লাশ নিয়ে গেছেন। 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ এস.এম আলমগীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫