Logo
×

Follow Us

জেলার খবর

দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:৫৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের দুই সহযোগী নিহত হয়েছেন। 

আজ সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন মাছ বোঝাই ট্রাকের চালকের সহযোগী ইমন হাসানের (২১) পরিচয় পাওয়া গেছে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

ইমন খুলনা শহরের বাস্তুহারা কলনীর নুর হোসেনের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাকা পাংচার হওয়ায় সড়কের উপর দাড়িয়ে মেরামতের কাজ করছিলেন বালুভর্তি ট্রাকের চালক। গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫