Logo
×

Follow Us

জেলার খবর

আশুলিয়ায় রাস্তা উদ্বোধনে এলাকাবাসীর স্বস্তি

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১৩:৫০

আশুলিয়ায় রাস্তা উদ্বোধনে এলাকাবাসীর স্বস্তি

আশুলিয়ায় রাস্তা উদ্বোধন। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার শ্রীপুর শমসের নীট ফ্যাক্টরি থেকে শ্রীপুর মুন্সি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার (৬ মার্চ) দুপুরে স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এ উদ্বোধন করেন।

ইউনিয়ন পরিষদের ১% বরাদ্দ থেকে আরসিসি ঢালাই দ্বারা নির্মিত রাস্তাটির ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ  ৪১ হাজার ৩০০ টাকা।

উদ্বোধন শেষে চেয়ারম্যান বলেন, রাস্তা নির্মাণে এই এলাকার মানুষের অনেক উন্নতি হয়েছে। এছাড়াও আমার ইউনিয়নের ৮০ থেকে ৮৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ১৫-২০ ভাগ কাজ চলমান আছে। আগামী দুই মাসে এই কাজ শেষ হবে বলে জানান তিনি।

এসময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫