
বেগমগঞ্জ উপজেলায় মাংস-ডিমের বাজারে অভিযান। ছবি: নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাংস-ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় সাতটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে তিন হাজার টাকা, রনি মাংসের দোকানকে এক হাজার টাকা,আব্দুর রব এন্ড সন্সকে এক হাজার টাকা, হাজী সফিউল্লাহ এন্ড ব্রাদাসকে এক হাজার টাকা, ফাতেমা পোল্ট্রিকে দুই হাজার টাকা, নুরুল ইসলাম মাংসের দোকানকে এক হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।