Logo
×

Follow Us

জেলার খবর

কাশিয়ানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ৩

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১৮:২৮

কাশিয়ানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ৩

দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ হাসপাতালে। ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মাজড়া এম.ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও মোটরসাইকেল চালক মাওলানা এম. হাসিবুর রহমান (৪৫), পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এম এ হাসিব নিহত হন। এ সময় গুরুতর আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম।

এ অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫