হাতীবান্ধায় ৭ মার্চের কর্মসূচিতে নেই জনপ্রতিনিধিরা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১৯:০৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ। ছবি: প্রতিনিধি
আজ ঐতিহাসিক ৭ মার্চ। আজকের এ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সারাদেশের মতো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাতেও দিনটি পালিত হয়েছে। তবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মসূচিতে দেখা মেলেনি অনেক জনপ্রতিনিধির।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনওসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারি, আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ দালীয় নেতাকর্মীরা, হাতীবান্ধা থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান তার পুষ্পমাল্য অর্পণ করেন; কিন্তু উপজেলা পরিষদের পক্ষে পুষ্পমাল্য দেয়ার সময় দৃশ্যটা ছিলো একেবারে ভিন্ন। উপজেলা পরিষদ যখন পুষ্পমাল্য দেয় তখন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, দুই ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেন মিরু কেউ উপস্থিত ছিলেন না। এমন কি কোনো ইউনিয়ন চেয়ারম্যানেরও দেখা মেলেনি ওই কর্মসূচিতে। উপজেলা পরিষদের একজন কর্মচারী একাই পুষ্পমাল্য অর্পণের চেষ্টা করেন। তখন তাকে সহযোগিতা করেন ইউএনও নাজির হোসেন।
এ নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের সাথে কথা বলতে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়টিকে দুঃখজনক বলেছেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর জাব্বার।