Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুরে সড়কে শিক্ষকের সলিল সমাধি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ২০:৪৫

লক্ষ্মীপুরে সড়কে শিক্ষকের সলিল সমাধি

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা আক্তার।

আজ শনিবার (১১ মার্চ) সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদরাসার সামনে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে তারা স্বামী-স্ত্রী দুইজন ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবদুল মান্নানের অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ওসি মো. সোলাইমান বলেন, মরদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫