Logo
×

Follow Us

জেলার খবর

১৮ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৭:৪২

১৮ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

রাজধানীর কাফরুল এলাকায় নাজমা বেগমকে গুলি করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজাদ কাজী ওরফে কিলার আজাদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

আঠারো বছর পর মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গতকাল শনিবার (১১ মার্চ) বিকেলে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

আজ রবিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এ তথ্য জানায়। র‌্যাব জানায় কিলার আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেপ্তারকৃত আজাদ ও ভিকটিম নাজমা বেগম একই সাথে রাজধানীর কাফরুল থানার এলাকায় বসবাসসহ একই সাথে মাদক ব্যবসা করতো।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫