Logo
×

Follow Us

জেলার খবর

প্রাইভেট কার কেড়ে নিল ট্রাফিক সার্জেন্টের প্রাণ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১৩:২৪

প্রাইভেট কার কেড়ে নিল ট্রাফিক সার্জেন্টের প্রাণ

মো. মুজাহিদ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মুজাহিদ নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। 

গতকাল সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পতেঙ্গায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে হালিশহর থানার আউটার রিং রোডের ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুজাহিদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন।

জানা গেছে, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষ করে তার নিজের মোটরসাইকেলযোগে আউটার রিং রোড হয়ে বাড়ি যাচ্ছিলেন। এরই মধ্যে একটি প্রাইভেটকার পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 

হালিশহর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, আউটার রিং রোডে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫