Logo
×

Follow Us

জেলার খবর

বাসচাপায় দুই ক‌লেজছাত্রীসহ নিহত ৩

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:৩০

বাসচাপায় দুই ক‌লেজছাত্রীসহ নিহত ৩

দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: ভোলা প্রতিনিধি

ভোলায় বা‌সের চাপায় অটোরিকশায় থাকা দুই ক‌লেজ ছাত্রীসহ তিন জন নিহত হ‌য়ে‌ছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলা-চরফ‌্যাশন সড়‌কের দৌলতখান উপ‌জেলার ওতর উদ্দিন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নের সড়ক থে‌কে অটোরিকশায় ক‌রে বাংলাবাজার যাওয়ার পথে ওতর উদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরফ‌্যাশনগামী এক‌টি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই নিহত হন অটোরিকশায় থাকা দুই জন কলেজ ছাত্রীসহ আরও এক যাত্রী।

নিহতরা হ‌লেন, দৌলতখান উপ‌জেলার জয়নগর গ্রা‌মের কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ক‌লেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মে‌য়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের মো. আবুল কালাম (৫৫) ।

এছাড়াও এ ঘটনায় অটোরিকশার চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস‌টির চালক ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, বাস‌টি‌র চালককে আট‌কের চেষ্টা চল‌ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫