Logo
×

Follow Us

জেলার খবর

স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ছেলেকে হত্যায় মা গ্রেপ্তার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:২৬

স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ছেলেকে হত্যায় মা গ্রেপ্তার

সুমিতা দত্ত। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ছেলেকে স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার ঘটনায় মা সুমিতা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শুক্রবার (১৭ মার্চ) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এদিকে শ্যামনগর থানার উপপরিদর্শক মো. খবির হোসেন জানান, গ্রেপ্তার দেখানোর পর সুমিতা দত্তকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নিহত রোহিত দত্ত (১২) শ্যামনগর সদরের হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে। সে নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রোহিত তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যান। ফিরে আসার পথে কে বা কারা তাকে একটি ম্যাংগো জুস খেতে দেন। এরপর বেলা ১২টার দিকে বাড়ি এসে সে তার মায়ের দেয়া একটি স্যালাইন পান করার পরপরই ছটফট করতে করতে মারা যান। এ ঘটনায় তার মা সুমিতা দত্ত ও বাপ্পী সরদার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। এসময় পুলিশ সুমিতা দত্তের বাড়ি তল্লাশি করে একটি কীটনাশকের ছেড়া প্যাকেট উদ্ধার করে। অভাবের তাড়নায় মানসিকভাবে ভেঙে পড়ে ছেলে রোহিতকে হত্যার করেছেন বলে স্বীকার করেন সুমিতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫