
বিশেষ অভিযানে আটক মলমপার্টির তিন সদস্য। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মলমপার্টির তিন সদস্য আটক ও এগারো পোটলা চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল রবিবার (১৯ মার্চ) সকাল ১১টার সময় মানিকগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকার রাজ হোটেলের সামনে থেকে এসআই মো মাসুদ রানা শামীমের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার চিনার চর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে সাগর আহম্মেদ ওরফে শহর আলী (৪৮), গাজীপুর জেলার গাছা থানার মৃত ইব্রাহিম গাজীর ছেলে শামীম গাজী (৫০), নোয়াখালী জেলার সেনবাগ থানার ডুমুরিয়া এলাকার শাহজাহানের ছেলে সাব্বির হোসেন (২৭)।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।