Logo
×

Follow Us

জেলার খবর

থানচি বাজারে আগুনে পুড়ল ৫২ দোকান

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:১৩

 থানচি বাজারে আগুনে পুড়ল ৫২ দোকান

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছবি: বান্দরবান প্রতিনিধি

তিনদিনের ব্যবধানে ফের বান্দরবানের থানচি বাজারে আগুনে পুড়ল ৫২টি দোকান। আজ শনিবার (২৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস। 

এর আগে বুধবার (২২ মার্চ) থানচির বলি বাজারে আগুনে পুড়ে যায় ৫২টি দোকান।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার পেয়ার মাহমুদ জানান, শনিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় মোট ৫১-৫২টির মত দোকান পুড়ে যায়। 

তিনি আরও জাজান, বাজারে মায়া গ্যাস হাউস নামে একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ক্ষতিগ্রস্ত দোকানি তৌহিদ বলেন, বাজারে তার একটি নির্মাণসামগ্রী দোকান ছিল। রড, সিমেন্ট ও  বিভিন্ন ধরনের পাইপ বিক্রি করা হত। আগুনে সব পুড়ে গেছে । রডগুলো না পুড়লেও ক্ষতি হয়েছে। এগুলো আর বিক্রি করা যাবে না।

জামাল নামে এক ক্ষতিগ্রস্ত জানান, আগুন লাগার সাথে তাৎক্ষণিকভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কাপড়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান থেকে কিছুই বের করা যায়নি। একবার আগুনে পুড়ে গেলে কয়েক বছরেও ঘুরে দাঁড়ানো যায় না।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর জানান, কয়েক দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সাথে সমন্বর করে ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫