Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১৬:১৭

শেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

শেরপুর পৌর শহরের নৌহাটা এলাকার ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

এতে ট্রলিচালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত রবিউল নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা শেরপুরগামী পণ্য বোঝাই ভটভটি অপর আরেকটি ভটভটিকে অভারটেকিং করে সামনে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় ঝিনাইগাতী-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫