খাগড়াছড়িতে ৭ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১৮:৫৩
উদয়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চিনি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি
ভারতের মিজোরাম রাজ্যের উদয়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৭ হাজার কেজি চিনি নিয়ে আসার অভিযোগে দুইজনকে আটকে করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৫ মার্চ) রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪০ বস্তা চিনিসহ ট্রাককে জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবুধন চাকমা ও জিয়া মিয়া নামে দুইজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনি দেশে নিয়ে আসার সময় দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।