Logo
×

Follow Us

জেলার খবর

শৌচাগারে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না গৃহবধূর

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ২২:৪৫

শৌচাগারে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না গৃহবধূর

নিহত গৃহবধূর স্বজনদের আহাজারি। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে সুফিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৬ মার্চ) সকালে সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিরাজুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই আব্দুস সাত্তার, সূর্যত আলী, হেকমত আলী ও আজিজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিন সকালে ওই জমিতে সিরাজুলের তৈরি দোকানঘর ভাংচুর করে সাত্তার ও তার লোকজন। খবর পেয়ে সিরাজুল ও তার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সিরাজুল ও তার লোকজন চলে গেলে কিছুক্ষণ পর আবারও সূর্যত আলী ও তার লোকজন সিরাজুলের বাড়িতে হামলা করে। এসময় সিরাজুলের স্ত্রী সুফিয়া খাতুন একা বাড়িতে ছিলেন।

প্রতিপক্ষের হামলার ভয়ে নিজের জীবন বাঁচাতে দৌঁড়ে শৌচাগারে আশ্রয় নেন। এসময় হামলাকারীরা সেখানে গিয়ে সুফিয়ার ওপর হামলা করে।

তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। 

ওসি ফারুক আহম্মেদ আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবিনা আক্তার (৩৫), শিল্পী আক্তার (৩০) ও ফিরোজা বেগম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫