Logo
×

Follow Us

জেলার খবর

নীলফামারীতে মিতালী ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১৫:৩৪

নীলফামারীতে মিতালী ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মিতালী ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে মিতালী ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৫৫) নামে এক হাঁস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার (২৬ মার্চ) দুপুর তিনটার দিকে উপজেলার চিকনমাটি দোলপাড়া এলাকায় ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে আমিজার রহমান।

জিআরপি সৈয়দপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে আশা মিতালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করছিল বিকেল সাড়ে তিনটার সময় চিকনমাটি দোলপারা নামক স্থানে লাইন পারাপার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আমিজার রহমান।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহদী হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫